My Songbook

আমার গানের খাতা

“My songwriting journey began in 1985. From age 15 till now, my pen never stopped—here I share some of my favorite lyrics I’ve written over the years.”

“১৯৮৫ সাল থেকে গানের পথে আমার যাত্রা। কৈশোরের শুরু থেকে আজও কলম থামেনি—এখানে আমার লেখা কিছু প্রিয় গান শেয়ার করেছি।”

অর্থহীন আলাপে চলছে অন্তহীন তর্ক

সকাল হতে আরও দেরি

আমি বসে আছি

আমি বসে আছি

আমি বসে আছি।

সূর্যটা কখন জানালা বেয়ে উঠবে

হবে ঘর আলোকিত

আরও আলোকিত

আলোকিত।

জীবনের জলসাঘরে

আমি তুমি কতোটা নিঃসঙ্গ

অর্থহীন আলাপে চলছে

অন্তহীন এক তর্ক। ।

১লা সেপ্টেম্বর, ২০২১(ভোর ৫:১৮)

অনেক রাত্রি

অনেক রাত্রি

একা একা হাঁটছি

একা একা চলছি

কেউ নেই

কেউ নেই।

পূর্ণিমা রাত্রি

একা একা হাঁটছি

একা একা চলছি

সবাই ঘুমিয়ে।

তোমায় আমি ভুলবো না

তোমার স্মৃতি মুছে ফেলবো না

যদিও বহু দূরে।।

১৯৮৬

অনেকগুলো গান

অনেকগুলো গান

লেখা হয়েছে, হচ্ছে

মানুষের মুখে

সুখের গান

দুঃখের গান

ভালোবাসার গান।

ক্ষুদার রাজ্যে আমরা

পঙ্গু পায়ে আমরা গেয়েছি

সুখের গান

দুঃখের গান

ভালোবাসার গান।

এখন আমরা চাই

মানুষের মুক্তির গান।।

১৯৮৬

অপ্রথাগত

নয় প্রচলিত

হয় আলোচিত

নয় সামাজিক

হয় অসামাজিক

দিন কাটে মোহে

রাত কাটে ঘোরে

রান্না ঘরে শুধু

তেলাপোকা ঘোরে

মাথায় কেন শুধু

স্বপ্ন নড়ে চড়ে?

অপ্রথাগত

মানুষ আছে যত

শোন সবে শোন

কান পেতে শোন

দিন কাটুক দিন

আসবে সুদিন।

দিন কাটে যতো

কথা বাড়ে ততো

লোকে ফিসফাস করে

টুটি চেপে ধরে

সাহস আছে যার

সাধ্য আছে তার

স্বাধীন মানুষ যিনি

সুখী মানুষ তিনি।

২০০৩

Amg‡qi Mvb

‡h hv ejyK fvwewb

‡mvRv c‡_ Pwjwb

Nv‡mi Ici †nu‡U †nu‡U

AvKvk †`L‡Z †P‡qwQ

Avwg †M‡qwQ Amg‡qi Mvb||

mgq hLb welbœ

‡`‡k ZLb †bB Abœ

wK¤¢yZwKgvKvi Rxe‡bi

A_© LyuR‡Z †P‡qwQ

Zey †M‡qwQ Amg‡qi Mvb||

m¯Ív Mv‡bi evRv‡i

wb›`yK Av‡Q mgv‡b

wnw›` wdw›` fz‡j Uz‡j

AvZ¥myL †P‡qwQ

Zey †M‡qwQ Amg‡qi Mvb

Zey †P‡qwQ Amg‡qi Mvb||

2003

অন্ধ মানুষ

অন্ধ মানুষ ভুতের ভয়ে তোষামদে থাকে

জ্ঞানী মানুষ ভুতের জন্য ফাঁদ তৈরী করে।

শোষক শ্রেণীর যন্ত্রতে আসল ভুতের সৃষ্টি

শোষিত শ্রেণীর মন্ত্রে ভুত নাকি মিষ্টি।

এমনি করে অনেকদিন করছে তারা শ্বাসন

আমরা যে হাবাগোবা দিয়েছি আসন।

২০০০ সন দ্বিতীয় নিঃশাস

আর দিব না সময়

আগুন দিয়ে বন্ধ করবো

মহা ভুতের প্রলয়।।

১৯৮৫

আজ যেন পৃথিবীটাকে নতুন করে চেনা হল

আজ যেন পৃথিবীটাকে

নতুন করে চেনা হল।

পৃথিবীটাতে এতো সুখ

এতো আলো জেগে আছে আজও।।

শুধু মেঘে মেঘে বেলা গেল

কেটে গেল বছর কয়েক।

ও দুঃখহীনতায় এতো যে সুখ

পেয়েছি আমি শত বেদনায়।

আজ যেন পৃথিবীটাকে

নতুন করে চেনা হল।

পৃথিবীটাতে এতো সুখ এতো আলো

জেগে আছে আজও।।

২৮শে নভেম্বর, ২০২০

আজন্ম স্টুডেন্ট

বয়স গেল

বুদ্ধি খুল্লো

সময় গেল ভেসে

তবুও আমি

বেঁচে আছি

কাকতাড়ুয়া–য়া বেশে।

স্কুলের পড়া

সার্টিফিকেট

ফেলে এসেছি কবে

তবুও আমি শিখি ইংরেজি

রাত্রি জেগে জেগে।

আমি হই একজনা

আজন্মের স্টুডেন্ট

সক্রেটিস থেকে লিও নার্দো ভিঞ্চি

আমার গার্জিয়েন।

আমি হই একজনা

সত্য মিউজিশিয়ান

মোজার্ট থেকে বব ডিলান

আমার গার্জিয়েন।

চলো তবে ইন্টারনেটে

ঘুরবো পৃথিবী

তার পরেতে চেখে নেব

নাসার কর্মসূচী।

চলো তবে শেষ কথায়

ঘুরে ফিরে আসি

মনে রেখো এই জগৎসংসার

মনেরই সৃষ্টি।

আমি হই একজনা

আজন্মের স্টুডেন্ট

সক্রেটিস থেকে লিও নার্দো ভিঞ্চি

আমার গার্জিয়েন।

আমি হই একজনা

সত্য মিউজিশিয়ান

মোজার্ট থেকে বব ডিলান

আমার গার্জিয়েন।।

৩রা সেপ্টেম্বর, ২০২১ (ভোর ৬:১৩)

আমজনতা

আমজনতা শোন মোর কথা যেথা তোমরা যাও

যে জলের ধারায় বৃদ্ধি তোমার তাকে বুকে তুলে নাও

চটজলদি কর নইলে কংকাল খানা কেড়ে নেবে ঢেউ

সময়কে যদি বেশি মূল্য দাও,

পাথরের মতো ডুবে মরার আগে সাঁতরিয়ে বেড়াও

তারা সময়ের সাথে বদলে যেতে চায়

তারা সময়ের সাথে বদলে যেতে চায়।

শোন লেখক, সমালোচক যারা কলমের জোড়ে ভবিষ্যৎ বলে যাও

চোখ, কান খোলা রাখো যাতে সময়ের আগে মুখ খুলতে না হয়

তড়িঘড়ি কর না, যে চাকা এখনও ঘুরছে

নাম বলবার প্রয়োজন মনে কর না

তাই যারা আজ হারিয়েছে আগামীতে তারা জিতবেই

তারা সময়ের সাথে বদলে যেতে চায়

তারা সময়ের সাথে বদলে যেতে চায়।

শোন সাংসদ, মন্ত্রীবর্গ মনোযোগ দিয়ে শোন

জন¯্রােতে বাধা না হয়ে, দরজায় কাঁটা দিও না।

যে আজ দুঃথ পেল, আগামীতে সে থামবে জেনো

ক্ষোভের ভিতর জ্বল জ্বল করছে আগুন

শীঘ্রই তোমার জানালা কাঁপবে,

দরজা ভাঙবে একে একে

তারা সময়ের সাথে বদলে যেতে চায়

তারা সময়ের সাথে বদলে যেতে চায়।

শোন লক্ষ লক্ষ মাতাপিতা,

যারা দেশ জুড়ে আছো

সমালোচনায় বিদ্ধ কর না,

যা কিছু তোমরা বোঝ না

তোমার পুত্র-কন্যা এখন আদেশের উর্ধ্বে

তোমার পুরনো পথে ধুলো জমে যাচ্ছে।

তাই হাত বাড়াতে না পারলেও, নতুনকে জড়াও

তারা সময়ের সাথে বদলে যেতে চায়

তারা সময়ের সাথে বদলে যেতে চায়।

২০২০

আর একটু দাড়াও

আর একটু দাঁড়াও

সূর্য্যের সান্নিধ্যে আসছে কালো পাহাড়;

দ্যাখ মুহূর্তে বদলে গেল তার রঙ

কি ভীষণ সবুজ!

কেউ যেন জেগে ওঠে

হীম দেবতা বেশে।

ধরে নাও, পাহাড়টি তোমার হৃদয়

আর সূর্যটি তোমার ভালোবাসা

মেলে দিলেম নিজেকে নিঃশব্দে আত্মসমর্পনে।

২০০০

আঁই তঁরে সারা বাসিত নফারির

আঁই তঁরে সারা বাসিত নফারির

হাঁনদি হাঁনদি মরি আরাদিন

হাঁনদি হাঁনদি মরি আরাদিন।

লা লা লা লালা লা ...............।

এবাবে দিন যাইবু

এবাবে রাইত যাইবু

এবাবে বসর যাইবু

আরও যাইবু।।

আঁই হবরত গেইলি

আঁল্লে ন হাইন্দু

আঁই হবরত গেইলি আঁল্লে ন হাইন্দু

হাঁন্দি আর কী অইবু যদি মরি যাই ?

হাঁন্দি আর কী অইবু যদি মরি যাই?

তারতুন আকাশরে হইয়ু

তারতুন বাতাসরে হইয়ু

দুক্কর হতা রই যাইবু।।

লা লা লা লালা লা ...............।

১৩ই ফেব্রুয়ারি, ২০১৬

আঁই একজন সিটাইংগে

আঁই একজন সিটাইংগে

স্বপ্ন দেহি, দেহি জীবন হাডাইদি।

স্বপ্ন যদি আঁসা অইতু

আঁরে কী, কেউ আর ফঅল হইতু।

আঁর বাফে ফারর উদ্দি গর বানাইয়িল

নিজের দোষে গরগান্তো দিফাইলাইলেমদে

ডেবালপাররে।

আঁই এহন রাস্তায়, রাস্তায় গুরি

বাফর হতা আইজ আঁসা অইয়ি।

২০১৮

ইটপাটকেলের এই শহরে (বৃষ্টির জল)

ইটপাটকেলের এই শহরে

সবুজ বিহীন এই শহরে।

একটা কালো ধোঁয়া

উড়তে গিয়ে আকাশেতে

মেঘের সাথে বনিবনা।

হতে গিয়ে এক বিকেলের ঘুড়ি

হতে গিয়ে এক শুকনো পাতা

হয়ে গেল সে এক ফোঁটা

বৃষ্টির জল, বিষাদের জল।

২০০৫

এ কোন পৃথিবী

এ কোন পৃথিবী

মানুষেরা আজও ভ্রাতৃত্বহীন

ধর্ম যুদ্ধের ইতিহাসে ক্লান্ত

জীবাণুর কাছে পরাজিত

এ কোন পৃথিবী।।

মানুষ কী পারে না এক হতে

যাবতীয় ইতিহাস ভুলে গিয়ে

মানুষে-মানুষে, প্রাণিতে মানুষে

মৈত্রী কী গড়বে না আবার

এ কোন পৃথিবী।।

৩০শে এপ্রিল, ২০২০

একটা গান আমি গাই

একটা গান আমি গাই।

কেউ শুনিল কি, শুনিল না।

আসে যাই না আমার,

আমি শুধুই গাই

একটা গান আমি গাই।।

শুধু নিজেকে,

নিজেরেই দোষী করি যাই।

একটা গান আমি গাই।।

*একটা গান গাই আমি আকাশ ছুঁইয়ে, ছুঁইয়ে

সর্বকালের দুঃখ নিয়ে গান গাইয়া যাই।

আমার মুক্তি কেন নাই

একটা গান আমি গাই।।

২০০১

ওরে আমার মন

ওরে আমার মন

ওরে আমার মন

তোকে আমি কেমনে সুখ দেব রে?

পাহাড়ের নির্জনতায় বনরাজীর ছায়ায়

সেখানে আমি আমাকে

খুঁজে পেতে চাই।

সেই মনকে আমি খুঁজে পেতে চাই

তাই পৃথিবীতে খুঁজে খুঁজে যাই।।

১৯৯০

ও মন দুঃখ করো না

ও মন

দুঃখ করো না।।

দেখ আকাশের দিকে তাকিয়ে

মেঘের প্রাসাদে তুমি দাঁড়িয়ে

নীরবতায় যতো সুখ

আর পাথরের গায়ে লেখা যতো অভিমান

সবিই তোমার।।

৯ই সেপ্টেম্বর, ২০২১

কতো কাল

কতো কাল?

কতো কাল?

রইবো বেঁচে

এভাবে, এভাবে।

রাজপথের মাঝপথে

আর কতো হেঁটে চলা?

ও কতো কাল?

কতো কাল?

রইবো বেঁচে

এভাবে, এভাবে।

রাতে থাকি জেগে

দিন কাটে মোহে

এভাবে, এভাবে।

ও কতো কাল?

কতো কাল?

রইবো বেঁচে

এভাবে, এভাবে।

২০১১

কতো সুন্দর জগত

আমি বৃক্ষ দেখি

দেখি লাল ফুল

দেখি তাদের ফুটতে

আমাদের জন্যে।

আমি ভাবি শুধু ভাবি

কতো সুন্দর জগত?

রঙধনুর রঙগুলো

কী চমৎকার দেখায়,

চলমান জীবনের মানুষের মেলায়।

দেখি, বন্ধু বলছে

তুমি কেমন ছিলে?

তারা যেন বলছে ে

তামায় ভালোবাসি।

শিশুদের কান্না দেখে

দেখি তাদের বৃদ্ধি,

তারা যা জানবে

কোনদিন জানবো না।

আমি ভাবি শুধু ভাবি

কতো সুন্দর জগত?

২০০৬

(এটি আমেরিকার বিখ্যাত জ্যাজ ঘরনার গান What a wonderful world এর আক্ষরিক অনুবাদ।)

কান পেতে শোন

কান পেতে শোন বাঙ্গালীরা

আর নয়, আর নয় দেরি।

পনের কোটি মানুষের মাঝে

হয়তো বা সোয়া কোটি।

কিংবা ধরো, একজনই নয়

নিজে বলি, নিজেই শুনি।

মধ্যপন্থি, ক্ষমতাপন্থি,

বিদ্রোহি কোন ধারা;

নয়তো কোন নতুন নামের

ছদ্মবেশি পথহারা।

মারামারি করো না

হাতাহাতি করো না

সুড়সুড়ি নিয়ো না পাছে

সুকুমার রায়ের ছড়ার কথা কী

মনে কি, মানে আছে?

আমরা ভালো লক্ষি সবাই

তোমরা ভীষন বিশ্রী

তোমরা খাবে নিমের পাঁচন

আমরা খাবো মিশ্রি।

কেউ কি জানো

সদাই কেন বোম্বাগড়ের রাজা

ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে

আমসত্ব ভাজা।

রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা?

আমরা সবাই গাধা সিণ্ডিকেটে বাঁধা।।

বাঁচাও বাংলাদেশ

সিণ্ডিকেট থেকে।

বাঁচাও বাংলাদেশ

সিন্ডিকেট থেকে।

এই গানের বেশ কয়েকটি কোরাস লাইন সুকুমার রায়ের বিখ্যাত ছড়া “বোম্বাগড়ের রাজা” থেকে সরাসরি নেয়া।

ক. আমরা ভালো লক্ষি সবাই তোমরা ভীষন বিশ্রী। তোমরা খাবে নিমের পাঁচন আমরা খাবো মিশ্রি।

খ. কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা, ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ব ভাজা। রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা?

২০১০

কিছু প্রশ্ন

কিছু প্রশ্ন করতে শেখ

উত্তরও চেওনা

পড়তে পড়তে

জানতে জানতে

আসুক চেতনা

এই সাধনা, এই সাধনা।

দেখ আকাশের তারাগুলো

মহাজাগতিক জীবাশ্ম

বেঁচে থাকা অবিশ্বাস্য

কেতাদুরস্ত জমকালো

হস্তরেখায় বিশ্বাস রেখনা

উম উম তুমি জানোনা।

জানার মাঝে অজানা

তবু জীবন নয় করুণা

অর্থহীন হতে পারে

সজীব নির্জীব জীবন

উম উম কেউ নয় আপন।

আসলে আসলটা বলাটা হল না

নৈব্যার্তিক উক্তিতে

প্যাঁচানো যুক্তিতে

অন্তরের ব্যাখ্যাটা হল না

হল না, কিছু হল না।

২০০৩

কিছু হলনা

কিছু হল না

শুধু ফিরে দেখা।

সময়ের সাথে বদলে গেছে পৃথিবী।

আর আমি রইয়ে গেলাম

কতো পুরনো, কতো পুরনো।

অচেনা পথে হেঁটে হেঁটে

হারিয়েছি কতো সুর,

কতো মন নবান্নের শেষে বুঝেছি

আসলে জীবনটা শুধু স্বপ্ন।

২০১২

খাঁচায় বন্দি করেছি তাকে

খাঁচায় বন্দি করেছি তাকে অবশেষে,

অবশেষে বন্দি করেছি তাকে।

অথচ সূর্যটা যেমনই ছিলো

তেমনই আছে খাঁচার ভিতরে।

সে উড়াল দিতে চায়

আমি তার ডানা ভেঙে ফেলি।।

সে রাজা হতে চায়

আমি তার রাজ্য ভেঙে ফেলি।।

খাঁচায় বন্দি করেছি তাকে অবশেষে,

অবশেষে বন্দি করেছি তাকে।

২০১৭

গান ভোলার গান

গান ভোলার গান কই?

হাতে লেখার ছড়া কই?

রবীন্দ্রের ধ্যান কই?

নজরুলের সুর কই?

ঢাকা থেকে কোলকাতায়

বাঙালীর বোধ কই?

আমরণ গ্রাম বাংলায়

এখন আর সুখ কই?

আমাদের মানুষের

বিশ্বাসের স্বর কই?

রাজনীতির রাজপথে

একটা মহান মানুষ কই?

২০০১

গুয়ানতানামেরা(চাটগাইয়া গান)

গুয়ানতানামেরা গোয়াহেরা গুয়ানতানামেরা

গুয়ানতানামেরা গোয়াহেরা গুয়ানতানামেরা।

তোঁয়ারে সারা আঁই নবাইচ্চুম

আরাজীবন তোঁয়ারলে তাইক্কুম

জীবনত যতো দুঃক্ক আইয়ুক

আঁই তোঁয়ারে বালোবাসি যাইয়ুম।

গুয়ানতানামেরা গোয়াহেরা গুয়ানতানামেরা

গুয়ানতানামেরা গোয়াহেরা গুয়ানতানামেরা।

ফুরন হতা নহইয়ু

হালি হালি দুঃক্ক বারিবু

আঁই তোঁয়ারে হইলজত্তুন

বালোবাসি যাইয়ুম।

গুয়ানতানামেরা গোয়াহেরা গুয়ানতানামেরা

গুয়ানতানামেরা গোয়াহেরা গুয়ানতানামেরা।

২০১৯

গানটির মূল সুরটি নেয়া হয়েছেJosé Martí -র বিখ্যাত গান Guantanamera থেকে।