Kaiser Mohammad Islam (Chiroharith)
Nature Lover, True Lover, Mind Worshiper, and Loving Kindness practitioner.
About Me
চিরহরিৎ-এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। যিনি একাধিক বাদ্যযন্ত্র বাদনে পারদর্শী (একস্টিক গিটার, পিয়ানো, হারমোনিকা, ক্যাহন, বেস, উকেলেলে, ইত্যাদি ইত্যাদি), গায়ক-গীতিকার এবং তাঁর নিজ শহর চট্টগ্রাম (বাংলাদেশ) নিবাসী। ২০০১ সনে “বেন্সন এন্ড হেজেস” চিরহরিৎকে শ্রেষ্ঠ কম্পোজার মনোনীত করেন।
সেই ধারাবাহিকতায় ২০১২ সনে তিনি ডি,আই, এম, এস(ঢাকা ইন্টার্নেশে মিউজিক স্কুলের শ্রেষ্ঠ কম্পোজারের এ্যাওয়ার্ডটিও অর্জন করেন।
তাঁর সাংগীতিক ঝুলি কান্ট্রি, রক, পল্লী-গীতি(প্রাচ্য ও পাশ্চাত্য), আর এন বি, ব্লু-গ্রাস, ব্লুজ, জ্যাজ ও ইন্দো-ক্লাসিক্যাল প্রভৃতি লোভনীয় মিউজিক্যাল স্টাইলে পরিপূর্ণ। তিনি এই পর্যন্ত ২০০টি গান লিখে সুরারোপ করেছেন এবং বাংলা ও ইংরেজি দুই ভাষায় অসংখ্য কবিতা প্রকাশ করেছেন।
My Lyrics
যা বলে লোকে
যা বলে সমাজ
যা করে মানুষ
থাকে অপ্রমাদ।
থাকবো আমি নিজ গৃহে আলো জ্বেলে
ছুটে যাবো প্রতিসন্ধির চিত্তে।
বন্ধু যে তুমি আজও চিন নি, চিন নি
আমি যে এক নিভৃত সন্ন্যাসী।।
গেরুয়া রঙের প্রয়োজন মনে করি না
মৈত্রী, ভালোবাসায় সিক্ত হোক জগত;
এ আমার বিশ্বাস, আসবো আমি আরও
জগতটাকে রাঙ্গিয়ে দিতে।
বন্ধু যে তুমি আজও চিন নি, চিন নি
আমি যে এক নিভৃত সন্ন্যাসী।।
দুঃখ করোনা।।
দেখ আকাশের দিকে তাকিয়ে
মেঘের প্রাসাদে তুমি দাঁড়িয়ে
নীরবতায় যতো সুখ
আর পাথরের গায়ে লেখা যতো অভিমান
সবিই তোমার।।
স্বপ্ন ভেঙ্গে গেছে
হৃদয়ের ছায়া ছেড়ে গেছে।
অমূল্য এই মনটা আমার
ভেঙ্গে গেলে কি আর
ছোঁয়া যাবে?
তৃষ্ণা ক্ষয়ে গেছে
নশ্বর দেহটাকে ছেড়ে গেছে।
অমূল্য এই মনটা আমার
ভেঙ্গে গেলে কি আর
ছোঁয়া যাবে?
সকাল হতে আরও দেরি
আমি বসে আছি
আমি বসে আছি
আমি বসে আছি।
সূর্যটা কখন জানালা বেয়ে উঠবে
হবে ঘর আলোকিত
আরও আলোকিত
আলোকিত।
জীবনের জলসাঘরে
আমি তুমি কতোটা নিঃসঙ্গ
অর্থহীন আলাপে চলছে
এক অন্তহীন তর্ক।।
বৃষ্টি ঝরে যায়
আমাদের মনের সীমানায়।
যেখানে সীমান্তরক্ষীদের
চলছে পাহারা।
রোদ্দুরে আমার ইচ্ছে জাগে
ক্যানভাসে নিজেকে হারাতে
আর তোমার চাওয়া শুধু
অন্যপথে চলা
My Poems
Out of a dampened darken alley
I got myself as a king.
A king who keeps thinking about music,
And vaporing on about the wisdom
Sitting on the bank of a river
beneath the darkness of the bamboo grove
only to observe the mangata.
But I got lost on a weird island
through the sudden storm,
the surge of the wave.
I touched the city many a time
While I furl the wings of a dream.
Toronto is pretty with its stunning skyscrapers;
It looks prettier when we encounter the sprawling woods.
Nevertheless, I lost the passion for seeing it
A long time back through my skin eyes.
I draw a map of a human being each day,
In the beginning, it was painstaking.
But now it has turned into a cakewalk,
Now it takes off towards the infinite dimension.
An apparition living inside a cloud castle,
passionately counting its breathing
What They Think
Stay In Touch
You will get notified when my poems, songs, and books are released. Connect with me with your email.