About Me

চিরহরিৎ-এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। যিনি একাধিক বাদ্যযন্ত্র বাদনে পারদর্শী (একস্টিক গিটার, পিয়ানো, হারমোনিকা, ক্যাহন, বেস, উকেলেলে, ইত্যাদি ইত্যাদি), গায়ক-গীতিকার এবং তাঁর নিজ শহর চট্টগ্রাম (বাংলাদেশ) নিবাসী। ২০০১ সনে “বেন্সন এন্ড হেজেস” চিরহরিৎকে শ্রেষ্ঠ কম্পোজার মনোনীত করেন। 

 সেই ধারাবাহিকতায় ২০১২ সনে তিনি ডি,আই, এম, এস(ঢাকা ইন্টার্নেশে মিউজিক স্কুলের শ্রেষ্ঠ কম্পোজারের এ্যাওয়ার্ডটিও অর্জন করেন।

Let's talk with me.

তাঁর সাংগীতিক ঝুলি কান্ট্রি, রক, পল্লী-গীতি(প্রাচ্য ও পাশ্চাত্য), আর এন বি, ব্লু-গ্রাস, ব্লুজ, জ্যাজ ও ইন্দো-ক্লাসিক্যাল প্রভৃতি লোভনীয় মিউজিক্যাল স্টাইলে পরিপূর্ণ। তিনি এই পর্যন্ত ২০০টি গান লিখে সুরারোপ করেছেন এবং বাংলা ও ইংরেজি দুই ভাষায় অসংখ্য কবিতা প্রকাশ করেছেন।

Stay In Touch

You will get notified when my poems, songs, and books are released. Connect with me with your email.